নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা শহর থেকে নিখোঁজ হওয়ার ১৫ দিন পরও সন্ধান মেলেনি চার বছরের শিশু মাইরুন নেছার।
এদিকে, মেয়ের সন্ধান না পেয়ে শোকে অনেকটা পাথর হয়ে গেছেন মাইরুনের বাবা লুৎফর রহমান ও মা আছমা বেগম।
গত ৮ ফেব্রুয়ারি ফতুল্লা শহরের বিসিক কলাবাগান ফায়ার সার্ভিসের সামনে থেকে হারিয়ে যায় শিশুটি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার কোনো সন্ধান মেলেনি।
পরে তারা বাবা লুৎফর রহমান ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শিশুটির পারিবারিক সূত্র জানায়, লুৎফর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামুপুর গ্রামের বাসিন্দা। তিনি ফতুল্লায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ও স্ত্রী-মেয়েকে নিয়ে ফতুল্লা শহরে বসবাস করেন।
৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে বিসিক কলাবাগান ফায়ার সার্ভিসের সামনে থেকে নিখোঁজ হয় মাইরুন।
মাইরুন শুধু বাবা ও মায়ের নাম বলতে পারে। কেউ শিশুটির সন্ধান পেলে তার বাবা (০১৭৪৫৫৮৭৩৮৮) ও মামা রাসেলের (০১৭৫৬৮৯৩০০৭) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার বাবা লুৎফর রহমান।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর