জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শহীদ মিনারকে অপমান করেছেন, লাঞ্চিত করেছেন। তিনি যতবার শহীদ মিনারে যান ততবারই কলঙ্কিত করেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে তার নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হাতাহাতির ঘটনা ঘটে।
এ প্রসেঙ্গ পঙ্কজ দেবনাথ বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিসহ অনেকের শ্রদ্ধা জানানোর একটু পরেই কীভাবে পবিত্র শহীদ মিনার পদদলিত ও লাঞ্ছিত হলো সেটা গোটা দেশবাসী দেখেছে গণমাধ্যমের সৌজন্যে।
‘খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির কীট। আমাদের স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত পৃষ্ঠপোষক খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির দুর্বৃত্তরা জুতা পায়ে শহীদ মিনারে প্রবেশ করেছেন। তারা ঢাবির উপাচার্যসহ সিনিয়র শিক্ষকদের লাঞ্ছিত করেছেন। তাদের পদদলিত করেছেন। শহীদ মিনারের সমস্ত ফুল তছনছ করেছেন। ’- যোগ করেন পঙ্কজ দেবনাথ।
সম্প্রতি পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি মঠের অধ্যক্ষকে গলা কেটে হত্যা করার প্রসঙ্গ তুলে ধরে পঙ্কজ দেবনাথ বলেন, বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় জঙ্গিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অতীতে ইতালীয় নাগরিক ও জাপানের নাগরিক হত্যা করে যেভাবে বাংলাদেশতে বিশ্ব দরবারে খাটো করার ষড়যন্ত্র হয়েছিল, ঠিক সেভাবে আবার দেবীগঞ্জে একজন ধর্মযাজককে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসএম/এমজেএফ/