নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন মোহাম্মদ হান্নান নামে এক ব্যক্তি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের বালুয়া বাসুয়া এলাকা থেকে ছেলে আমিরুল ইসলাম হোপাকে (২০) ধরে নিয়ে পুলিশে সোপর্দ করেন তিনি।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোপার দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সূত্র জানায়, উপজেলার ডাহিয়া ইউনিয়নের পূর্ব ভেংরী গ্রামের বাসিন্দা হান্নানের ছেলে হোপা দীর্ঘ ৫ বছর ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছেন। এতে অতিষ্ঠ হয়ে হান্নান বিকেলে শহরের বালুয়া বাসুয়া এলাকায় গাঁজা সেবনের সময় ছেলেকে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে হোপাকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর