ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ভারতীয় ট্রাক চালকের মৃতদেহ হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বেনাপোলে ভারতীয় ট্রাক চালকের মৃতদেহ হস্তান্তর

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ট্রাক চালক রোথাস রথিনের মৃতদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বেনাপোল পোর্ট থানা পুলিশ ভারতের ২৪ পরগণার বঁনগা থানা পুলিশের কাছে মৃতদেহ হস্তান্তর করে।



মৃত রথিন ভারতের হরিয়ানা প্রদেশের হাসি জেলার ভবানী খেদা গ্রামের মহেন্দ্র রথিনের ছেলে। তিনি ট্রাকে করে আমদানি পণ্য নিয়ে বেনাপোল এসেছিলেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এরআগে রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বেনাপোল স্থলবন্দরের ট্রাক টার্মিনালে নিজ ট্রাকে রথিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে ভারতীয় অন্যান্য গাড়ির চালকরা পুলিশে খবর দেন। পরে  পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বন্দর সূত্র জানায়, গত ৪ দিন আগে ভারত থেকে ট্রাকে করে কেমিকেল পণ্য নিয়ে বাংলাদেশে আসেন রথিন। পণ্য খালাসের অপেক্ষায় বন্দরের ট্রাক টার্মিনালে অপেক্ষা করছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।