লালমনিরহাট: জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রিকেট (বালিকা) প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলকে সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা পরিষদ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।
গত ৩০ জানুয়ারি রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লালমনরিহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দল গোলাপ অঞ্চল (খুলনা-বরিশাল বিভাগ), পদ্ম অঞ্চল ( ঢাকা-ময়মনসিংহ বিভাগ) এবং বকুল অঞ্চলকে (চট্রগ্রাম, সিলেট ও কুমিল্লা বিভাগ) টানা তৃতীয়বারের মতো জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর