ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নাঙ্গলকোটে ২ অটোরিকশা সংঘর্ষে ১ চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
নাঙ্গলকোটে ২ অটোরিকশা সংঘর্ষে ১ চালক নিহত

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সিএনজি চালিত দু’টি অটোরিকশার সংঘর্ষে মো. রায়হান নামে এক চালক নিহত হয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাঙ্গলকোট-দৌলখাঁড় সড়কের নাঙ্গলকোট পৌর এলাকার আওতাধীন পশ্চিম দৈয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত মো. রায়হান উপজেলার আদ্রা ইউপির দক্ষিণ শাকতলী গ্রামের হারুনুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নাঙ্গলকোট-দৌলখাঁড় সড়কের নাঙ্গলকোট পৌরসভার পশ্চিম দৈয়ারা এলাকায় একটি অটোরিকশাকে পেছন থেকে অপর একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা উল্টে গিয়ে ঘটনাস্থলে চালক রায়হানের (১৪) মৃত্যু হয়।

এ বিষয়ে রাত সোয়া ৯টার দিকে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, একটি দুঘর্টনা ঘটেছে বলে শুনেছি, তবে কেউ মারা গেছে কিনা জানিনা। খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।