খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্ত হত্যার ঘটনায় আটক খগেন্দ্র ত্রিপুরাকে দুই দিন ও ধন বিকাশ ত্রিপুরাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২২ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলা চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের বিচারক তাদের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মাটিরাঙ্গার থাপা পাড়ার বারা চন্দ্র ত্রিপুরার ছেলে ধন বিকাশ ত্রিপুরা (২৪) ও রিছাং ঝরনা এলাকার খগেন্দ্র ত্রিপুরা (৪৫)।
এদিকে, আদালতে সোপর্দ করার আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন খগেন্দ্র ত্রিপুরা।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে শান্ত হত্যায় তিনজন জড়িত ছিলেন বলে জানা গেছে। যেখানে মরদেহ ফেলে রাখা হয় সেদিকে কেউ যাতে না যেতে পারে এ জন্য খগেন্দ্র ত্রিপুরাকে নজর রাখতে বলা হয়। এছাড়া, সুবিধাজনক সময়ে মরদেহ পুড়িয়ে ফেলারও নির্দেশনা দেওয়া হয় তাকে।
কিন্তু খগেন্দ্র মরদেহ পুড়িয়ে না দিয়ে ওই স্থানে পাহারা দিতে থাকেন। কিন্তু মরদেহে পচন ধরে গন্ধ বের হতে থাকে। এতে রোববার রাতে মরদেহ পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানিয়েছেন। কিন্তু সকালেই মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, শান্ত হত্যা এবং পানছড়িতে দুই ব্যক্তিকে অপহরণের ঘটনায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে। অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
সকাল থেকে বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করতে দেখা গেছে। সকালে শহরের শান্তিনগর এলাকায় একটি অটোরিকশায় ভাঙচুর ও চালককে মারধর করা হয়। অবরোধের কারণে আটকা ছিলেন অনেক পর্যটক।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমজেড