ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে কাস্টমস কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় ২ আসামি জেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বেনাপোলে কাস্টমস কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় ২ আসামি জেলে ছবি: প্রতীকী

বেনাপোল(যশোর): বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় দায়ের করা  মামলায় দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। এরা হলেন-উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল  হোসেন ও ঠিকাদার মোহাম্মদ আলী।



সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক শাহাজান আলী তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে সরকারি কর্মকর্তাদের উপর হামলার ছয় দিনে পার হলেও পুলিশ আসামি ধরতে পারেনি। এ কারণে সন্ত্রাসীদের আটকের দাবিতে সোমবার দুপুরে কালো ব্যাচ ধারণ করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন কাস্টমস কর্মকর্তা ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতারা। এসময় আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকে।

বেনাপোল কাস্টমস হাউজের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, বেনাপেল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মোহাম্মাদ মারুফুর রহমান, রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম ও কামরুজ্জামান, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।

বক্তারা এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

সমাবেশে ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন কালো ব্যাচ ধারণ ও ২৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা কলম বিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। পরে নেতারা বেনাপোল কাস্টমসের যুগ্ম-কমিশনার মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।  

এর আগে. কাস্টমসে নিলাম সংক্রান্ত বিষয় নিয়ে ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে কাস্টমস হাউজের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মোস্তাফিজুর রহমান ও উপ কমিশনার নিতিশ চন্দ্র বিশ্বাসের উপর হামলা চালায়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ আরো ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে পোর্ট থানায় মামলা করেন  যুগ্ম-কমিশনার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।