বরিশাল: বরিশাল প্রেসক্লাবে মোবাইল ফোন অপারেটর রবির উদ্যোগে ইন্টারনেট কর্নার চালু করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইন্টারনেট কর্নার সার্ভিসের উদ্বোধন করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন, রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন অ্যান্ড করপোরেট রেসপন্সিবিলিটি) একরাম কবির, মিডিয়া রিলেশনস ম্যানেজার আশিকুর রহমান, বরিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ, মুক্তিযোদ্ধা ফরিদুল আলম, কাউন্সিলর জাকির হোসেন প্রমুখ।
এরআগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রবির পক্ষ থেকে ইন্টারনেট কর্নার কার্যক্রম তুলে ধরা হয়।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর