নীলফামারী: নীলফামারীর জলঢাকা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ফাহমিদ ফয়সাল কমেট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার দায়িত্ব গ্রহণ করে কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পৌরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পুরণ এবং মডেল পৌরসভা গড়তে সকলের সহযোগিতা চান তিনি। পরে শহরের বিভিন্নজন ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব নির্বাচিত মেয়রকে।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পৌরসভার সচিব আশরাফুজ্জামান, সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
গত বছরের ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সল কমেট।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ/