দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বলাই বাজার এলাকায় সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় ১৫ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হক এ আদেশ দেন।
এরআগে ওই আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।
আসামিরা হলেন, জয়নাল আবেদিন (৪০), মতিয়ার রহমান (৪৫), শাহাদাত হোসেন (৪৮), মমতাজ আলী (৪৫), মোমদেল হোসেন (৪০), খয়রাত আলী (৩৮), আব্দুল জব্বার (৫২), রুবেল (২৪), আব্দুর রহিম (২৮), হাবিবুর রহমান (২৫), হাসান আলী (২৭), হিরুজ্জামান (২৬), শহিদুজ্জামান (২৫), লিটন (২৫) ও খোকন হক (২৭)।
দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবু সাঈদ আহমেদ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় আসামিদের জেলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি চিরিরবন্দর উপজেলার বলাই বাজারে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়। তদন্ত শেষে ৯২ জনকে আসামি করে আদালতে
অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
সোমবার ১৫ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসআর/