ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘প্রযুক্তির প্রসারের ফলে সাংবাদিকতায় নতুন ধারার সূচনা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
‘প্রযুক্তির প্রসারের ফলে সাংবাদিকতায় নতুন ধারার সূচনা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বর্তমানে প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে গণমাধ্যমের বহুমুখিতা সাংবাদিকতায় নতুন ধারার সূচনা হয়েছে। তাই তথ্য অনুসন্ধানে সাংবাদিকদের হতে হবে বস্তুনিষ্ঠ, সাহসী ও আন্তরিক।



সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি মাসটি ভাষার মাস। ভাষাশহীদরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে প্রতিষ্ঠিত করেছেন। স্বাধীনতার পর থেকেই স্বাধীন সংবাদপত্রের বিকাশ ঘটেছে।

খুলনা প্রেসক্লাব প্রসঙ্গে তিনি বলেন, প্রেসক্লাব মিলনায়তনে যে টেরাকোটা আছে তা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রকাশ করে। খুলনা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যা অন্য কোনো প্রেসক্লাবে নেই। খুলনা প্রেসক্লাব তাই ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন আর বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আছে।

তিনি বলেন, খুলনাঞ্চলের সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।

ইতোপূর্বে সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক সাহা, বেলালসহ অনেকেই এ পেশায় প্রাণ দিয়েছেন। গণতন্ত্রকে সমুন্নত রাখা ও সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আজকের প্রজন্মের সাংবাদিকদের শাহাদাতবরণকারী, অকুতোভয় সেই সব সাংবাদিকদের অনুসরণ করার আহ্বান জানান তিনি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ এবং গঠনমূলক সমালোচনা যেমন রাজনৈতিক নেতৃত্বকে উৎসাহিত করে তেমনি অসত্য, তথ্য বিবর্জিত সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

ইকবাল সোবহান বলেন, সাংবাদিকরা নিরপেক্ষতার প্রশ্নে আপোষহীন কিন্তু মানুষের অধিকার এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য দায়িত্বশীল হবেন। আর বস্তুনিষ্ঠতা বজায় রেখে যেকোনো সাম্প্রদায়িকতা এবং অশুভ শক্তির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কলমসৈনিকদের কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পদ্মাসেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। রেললাইন এবং মংলা পোর্টের আধুনিকায়নের কাজও চলমান। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে চলমান উন্নয়নের এ অগ্রযাত্রায় সাংবাদিকদেরও লেখনির মাধ্যমে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, প্রবীণ সাংবাদিক মনিরুল হুদা, ওয়াদুদুর রহমান পান্না, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এসএম জাহিদ হোসেনসহ অন্যান্য সদস্যরা।

এতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক শেখ আবু হাসান।

অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবে সদস্য সচিব মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমআরএম/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।