ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ফতুল্লায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নিখোঁজ হওয়ার ১৫ দিন পর নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাইরুন নেছা নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে নির্মাণাধীন ফায়ার স্টেশনের পাশের একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



মাইরুন নেছা ফতুল্লার শাসনগাঁও কলাবাগ এলাকার রোজিনা আক্তারের বাড়ির ভাড়াটিয়া লুৎফর রহমান ও আসমা বেগমের মেয়ে।

আসমা বেগম বাংলানিউজকে জানান, গত সোমবার (৮ ফেব্রুয়ারি) মাইরুন নেছা ফতুল্লা শহরের বিসিক কলাবাগান ফায়ার সার্ভিসের সামনে থেকে হারিয়ে যায়। এরপর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তার বাবা লুৎফর রহমান ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কিন্তু পুলিশ ওই ঘটনায় কোনো তৎপরতা দেখায়নি। এর মধ্যে হারানো বিজ্ঞপ্তির লিফলেট তৈরি করে তা বিভিন্ন এলাকায় সাঁটিয়ে দেওয়া হয়।

কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা ছিলো না উল্লেখ করে তিনি আরও জানান, সোমবার রাতে তিনি মৃতদেহ উদ্ধারের খবর পান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে পাঠায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের আগে শিশুটির মৃত্যুর কারণ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। মৃতদেহটিতে পচন ধরে গিয়েছিলো।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।