নীলফামারী: নীলফামারীর প্রবীণ আইনজীবী ও বিএনপি নেতা মাহবুবার রহমান দুলু (৭৮) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী শহরের থানাপাড়ার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, দুপুরে নীলফামারী আদালত প্রাঙ্গণে এবং রাতে এশার নামাজের পর ডাকবাংলো ঈদগাহ ময়দানে জানাজা শেষে ডাকবাংলো কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিব লেলিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মো. সোয়েম।
তিনি আইনজীবীর পাশাপাশি জেলা বিএনপির উপদেষ্টা এবং জিয়া পরিষদের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএ