ভোলা: ভোলার গাজীপুর চর এলাকা থেকে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন ও মৎস্য বিভাগের একটি টিম।
সোমবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
সকালে জব্দ হওয়া এসব জাটকা গরীব, অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. খালিদ জানান, রাতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি যৌথ অভিযানে পরিচালনা করে। দলটি গাজীপুর চর এলাকার ১২টি মাছের আড়ৎ থেকে ২০ মণ জাটকা জব্দ করে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমজেড