ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রওশন আরা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার অরুয়াইল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রওশন আরা অরুয়াইল ইউনিয়নের দোবাজাইল গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বাংলানিউজকে জানান, অরুয়াইল সেতুর নিচে স্থানীয় বাসিন্দারা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমজেড