লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. নুর নবী ওরফে নোয়াব আলী (২৫) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নুর নবী উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের নেছার আহাম্মদের ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, জাঙ্গালীয়া এসসি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সোমবার (২২ ফেব্রুয়ারির) রাতে ওই যুবককে আটক করা হয়। সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তার জেল জরিমানা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএ