ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
শার্শায় হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় স্থানীয় সাংবাদিক জামাল হত্যা মামলার অন্যতম আসামি উকিলকে (৪৫) পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শার্শার ডিহী ইউনিয়নের শিকারপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 
 
উকিল শার্শার ডিহী ইউনিয়নের কাশিপুর গ্রামের শমসের মোড়লের ছেলে এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সাংবাদিক জামাল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি।
 
পুলিশ জানায়, উকিল গোপনে এলাকায় ফিরে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
 
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে।  
 
মাদক ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক জামালকে হত্যার হুমকি দেয় চোরাকারবারীরা। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের এক সপ্তাহের মধ্যে ২০১২ সালের ১৫ জুন রাত ১১টার দিকে সাংবাদিক জামালকে তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে চোরাকারবারীরা। হত্যাকাণ্ডের পরের দিন জামালের বাবা সাতজনকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করেন।  
 
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬       
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।