ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জামাল শেখ (৩৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বালিয়াচরার বিল্লাল শেখ ও বাকলেছ হরকরার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিলো। গত রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বালিয়াচরা শামসুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার সকালে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মৃত্যু হয় জামাল শেখের। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের আরও চার-পাঁচজন।
বাকলেছ হরকরার সমর্থকদের অভিযোগ, সংঘর্ষের সময় বিল্লাল শেখের লোকজন বাকলেছের সমর্থক জামালকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমেন মুখ্যার্জী এ ব্যাপারে বাংলানিউজকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জামাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরকেবি/ওএইচ/আরএইচ