পাথরঘাটা (বরগুনা): দস্যুমুক্ত সাগর, অপহরণ, লুটপাট, নির্যাতন, অপহৃত জেলেদের মুক্তি, জেলে হত্যার বিচারসহ ছয় দফা দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করেছে মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, ট্রলার শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি আড়তদার সমিতি, বিএফডিসি পাইকার সমিতিসহ ট্রলার মালিক ও শ্রমিক।
এ সময় বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সম্প্রতি সুন্দরবনের কচিখালী এলাকায় ইসামাইল হোসেন নামে এক জেলেকে দস্যুরা গুলি করে হত্যা করে এবং ট্রলারের মাঝি রিয়াজকে অহরণ করে সুন্দরবনের গহিনে নিয়ে যায়। ঘটনাস্থলেই চার জেলেকে পিটিয়ে গুরুতর আহত করে। এখন পর্যন্ত অপহৃত মাঝি রিয়াজের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মানববন্ধনে ট্রলার মালিক আলম মোল্লা বলেন, প্রতিনিয়ত সাগরে দস্যুরা জেলেদের উপর হামলা, লুটপাট ও নির্যাতন চালায়। এমনকি মুক্তিপণ না পেয়ে হত্যা করে। আমরা জেলে ইসমাইলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে ছয় দফা দাবি উল্লেখ করা হয়। দাবিগুলো হলো, নিহত জেলে ইসমাইলের হত্যাকারী দস্যুরা চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত সাগরে মাছ ধরা বন্ধ, বর্তমানে জিম্মি ও ট্রলার দস্যুদের হাত থেকে উদ্ধার এবং নিহত, আহত ও নিখোঁজ জেলেদের ক্ষতিপূরণ, নিহত ইসমাইলের পরিবারকে সাহায্য প্রদান, হেলিকপ্টার দিয়ে সুন্দরবনসহ বঙ্গোপসাগরে নিয়মিত টহলের ব্যবস্থা ও ফেয়ারওয়েবয়া ও সুন্দরবনে নৌবাহিনীর ঘাঁটি স্থাপন করা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাছুম মিয়া, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, খলিলুর রহমান, ইমাম হোসেন নাহিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএ/