রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় রায়পুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিংকু হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রায়পুর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রিংকু বাঘা উপজেলার হরিণা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফরহাদ আলী বাংলানিউজকে জানান, উপজেলার রায়পুরের জাহাঙ্গীর হোসেন তার বাড়িতে গরু চুরি ঠেকাতে রাতে গোয়াল ঘরে বিদ্যুতের ফাঁদ পেতে রাখেন।
সোমবার( ২২ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে রিংকু প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ঢোকার চেষ্টা করে। এ সময় তিনি প্রাচীর টপকিয়ে বাড়ির ভেতরে ঢোকা মাত্রই গোয়াল ঘরে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি (তদন্ত) ফরহাদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরেই হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া বিষয়টি নিয়ে কেউ থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএস/পিসি