ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পুরোহিত হত্যায় তিনজনের ১৫ দিন করে রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
পুরোহিত হত্যায় তিনজনের ১৫ দিন করে রিমান্ড ছবি: প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যার ঘটনায় তিন আসামিকে ১৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
 
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দেবীগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা: মার্জিয়া খাতুন এ আদেশ দেন।

 
 
দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আউয়ুব আলী আসামিদের ২০ দিন করে রিমান্ড আবেদন করেন। এ সময় আদালত তিনজনের প্রত্যেককে হত্যা মামলায় ১০ দিন, বিস্ফোরক মামলায় ৫ দিন করে রিমান্ডের আদেশ দেন।

আদালতে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান।

এর আগে, ২১ ফেব্রুয়ারি (রোববার) সকালে উপজেলা সদরের করতোয়া নদীর ব্রীজ সংলগ্ন শ্রী শ্রী সন্তু গৌরীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধীকারীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ওইদিন রাতে পুলিশের পক্ষে একটি ও নিহত যজ্ঞেশ্বর দাসাধীকারীর ভাই রবীন্দ্রনাথ বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬/আপডেটেড:১৩৩৬ ঘণ্টা      
এমজেড

** দেবীগঞ্জে পুরোহিত হত্যায় আটক ৩
** পঞ্চগড়ে মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা, দুই পূজারী আহত

** প্রতিবাদে দেবীগঞ্জে সড়ক অবরোধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।