ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় হেরোইনসহ স্বামী-স্ত্রী আটক

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
বগুড়ায় হেরোইনসহ স্বামী-স্ত্রী আটক

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর মদনপুর এলাকা থেকে ২০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ২টার দিকে তাদের আটক করা হয়।



এসময় ৩টি সিসি ক্যামেরা, ১টি এলইডি মনিটর, ১টি কন্ট্রোলার, মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার ৮২০ টাকা ও ১টি হাওয়াই এনএফসি মোবাইল ফোন জব্ধ করা হয়।
 
আটক মাদক ব্যবসায়ীরা হলেন-মদনপুর গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে মজিবর রহমান মজনু (৪৫) ও তার স্ত্রী সেলিনা বেগম (৪০)।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে মজনুর বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা রয়েছে। তারা স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।
 
এ ঘটনায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাবের ডিএডি নায়েক সুবেদার আশরাফ আলী বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমবিএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।