ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বগুড়া: ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশব্যাপী দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ডেইলি স্টার পাঠক ফোরামের উদ্যোগে বগুড়ায় মানববন্ধন হয়েছে।  
 
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।


 
ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি মামুনুর রশিদের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুর রহিম বগরা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা মাহফুজ আনামের বিরুদ্ধে মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানান।  
 
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ  নেন।
 
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।