ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষ উপলক্ষে র‌্যালি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষ উপলক্ষে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে ধনবাড়ীর ঐতিহ্যবাহী নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষ উৎসব শুরু হয়েছে।  
 
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে র‌্যালিটি ধনবাড়ী পৌর শহর প্রদক্ষিণ করে।

 
 
হাতি, টমটম গাড়ি, গরুর গাড়ি, পালকি, লাঠিয়াল, ব্যান্ড পার্টির শব্দে র‌্যালিটি মুহূর্তেই ধনবাড়ী শহরের চেহারা পাল্টে দেয়।

টমটম গাড়িতে বসে শত বর্ষপূর্তি উৎসবের সমন্বয়ক ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিতে ইনস্টিটিউশনের সাবেক ও বর্তমান কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
 
নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষ উৎসবে দুপুরে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ। তাকে স্বাগত জানাতে ধনবাড়ী পৌর শহরের রাস্তায় বহু তোরণ নির্মাণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬       
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।