ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামে পারিবারিক কলহে আইরিন নাহার সুমি (২২) নামে গৃহবধূ খুন হয়েছেন। সুমি ওই গ্রামের মাহাবুবুর রহমানের স্ত্রী।
ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন সবাই পালিয়েছেন। স্বামী ও তার পরিবারের সদস্যরাই শ্বাসরোধ করে ও পিটিয়ে সুমিকে হত্যা করেছেন বলে ভাঙ্গা থানায় অভিযোগ করেছেন সুমির বাবা গুলজার আহমেদ।
গুলজার আহম্মেদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যৌতুকের টাকার জন্য স্বামী ও তার পরিবারের লোকজন সুমির ওপর নির্যাতন চালাতেন।
তিনি আরো বলেন, সুমির স্বামী ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। তিনদিন আগে তিনি বাড়িতে আসেন। এরপর তার মায়ের কথামতো যৌতুকের টাকার জন্য সুমিকে মারপিট করেন।
গুলজার বলেন, তারা আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। সুমির মরদেহ ঘরের মধ্যে পড়েছিল। পরে ভাঙ্গা থানায় খবর দেওয়া হলে পুলিশ রাতেই মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা থানার এসআই সৌমেন মুখার্জি বলেন, সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এসআই সৌমেন বলেন, নিহতের গলায় এবং গায়ে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই আসল ঘটনা জানা যাবে। এ ঘটনায় রাতেই নিহতের বাবা গুলজার আহমেদ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরকেবি/এএসআর