ঢাকা: সরকারি চাকরির বয়স ৩০ থেকে ৩৫ বছর করার দাবিতে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে সংগঠনের সভাপতি ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে ১০ জনের একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ে এ স্মারকলিপি পেশ করে।
স্মারকলিপিটি গ্রহণ করেন অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) এস এম জাকারিয়া।
সরকারি চাকরির বয়স ৩০ বছরের স্থানে ৩৫ করার দাবি জানিয়ে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- সরকারি চাকরির বয়স প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে বয়স ৪০ বছর, শ্রীলংকায় ৪৫, ইন্দোনেশিয়ায় ৪৫, ইতালিতে ৪৫, ফ্রান্সে ৪০, যুক্তরাষ্ট্রে ৫৯, কানাডায় ৫৯, সুইডেনে ৪৭, কাতারে ৩৫, নরওয়েতে ৩৫ ও তাইওয়ানে ৩৫ বছর।
বাংলাদেশে সরকারি চাকরির বয়স যখন ২৭ বছর ছিল। তখন মানুষের গড় আয়ু ছিল ৪৫ বছর। এখন গড় আয়ু ৭১। সুতরাং বিভিন্ন দিক বিবেচনা করে চাকরির বয়স বৃদ্ধি করার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে স্মারকলিপিতে।
ইমতিয়াজ হোসেন বলেন, শিক্ষা জীবন শেষ হতে ২৭ থেকে ২৮ বছর লেগে যায়। তাই সরকারি চাকরির মেয়াদ ৩০ থেকে ৩৫ করার দাবি করছি।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমএম/পিসি