ঢাকা: রাজধানীর নারিন্দায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ে এক ডাকাত আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল দুটি বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামসহ ৬জনকে আটক করেছে র্যাব-২ এ সদস্যরা।
সোমবার রাত ১২টা থেকে গভীর রাত পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-২ এর কমান্ডার শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, কিছু লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে রাজধানীর নারিন্দা এলাকায় সোমরাত ১২টার দিকে অভিযান চালানো হয়। এসময় ডাকাতরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামসহ ৬ ডাকাতকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএইচ