ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত ‘ট্রি-ম্যান’ আবুল বাজনাদারের অপারেশন পরবর্তী হাতের ড্রেসিং সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে তার হাতের ড্রেসিং করা হয়।
ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে বলেন, আবুল বাজনাদারের হাতের বর্তমান অবস্থা ভালো আছে। তাকে ২/৩ দিন পরে আবারও ড্রেসিং করানো হবে।
তিনি আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য তার টিস্যু, রক্ত ও লালা আমেরিকার লস এঞ্জেলেসের একটি ক্যানসার হাসপাতালের ডা. মার্টিন কাস্টের কাছে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পরে মেডিকেল বোর্ড গঠন করে পরবর্তী অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়া হবে।
বিরল এ রোগ আবার হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ডাক্তাররা। এ ব্যাপারে সক্রিয় মেডিকেল বোর্ডের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এজেডএস/ওএইচ/এএ
** ট্রি-ম্যান আবুলের প্রথম অস্ত্রোপচার শনিবার
** ‘ট্রি-ম্যান’ আবুলের টিস্যু পাঠানো হচ্ছে আমেরিকায়
** ‘আমি একদিন সুস্থ হবোই’
** আঙুল থেকে গাছের শেকড়! বাংলাদেশে ট্রি-ম্যান রোগ
** ট্রি-ম্যানে আক্রান্ত আবুলের চিকিৎসায় মেডিকেল বোর্ড