মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নওয়াব ইনস্টিটিউশনের (মাধ্যমিক বিদ্যালয়) শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ধনবাড়ী এসে পোঁছেছেন।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী রাশিদা খানম ও মেয়ে স্বর্ণা হামিদসহ ২৯ জন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাষ্ট্রপতি ও তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টার ধনবাড়ী কলেজ মাঠে অস্থায়ীভাবে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে।
এরপর সেখান থেকে গাড়িতে করে তাদের নবাব প্যালেসে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি নবাব প্যালেসে দুপুরের খাবার শেষে বিশ্রাম নেবেন। পরে দুপুর আড়াইটার পর নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নওয়াব ইনস্টিটিউশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন, জাতীয় সংসদে অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এবং ইনস্টিটিউশনের সাবেক ছাত্র ড. আব্দুর রাজ্জাক এমপি, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।
সাবেক ছাত্রদের মধ্যে বক্তব্য রাখবেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ ও প্রধান শিক্ষক সাইদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব আবুল কালাম আজাদ, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন, সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, চিকিৎসক মেজর জেনারেল এস এম মোতাহার হোসেন, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া, সহকারী সামরিক সচিব ব্রি. জেনারেল মাইনুর রহমান, প্রেস সচিব জয়নুল আবেদীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর