দিনাজপুর: রংপুর বিভাগের ৮ জেলায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের দাবিতে মানববন্ধন করেছে ঢাকার রংপুর বিভাগ সমিতি।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন সংগঠনের সদস্যরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর বিভাগ সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের, সহ সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ নুরল নবী, আয়কর আইনজীবী মীর তৌহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন থেকে রংপুর বিভাগের সব জেলায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ এবং দিনাজপুরে ক্যাডেট কলেজ ও দিনাজপুর সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর