জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে ১৪ লাখ ৫০ হাজার টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকার নিত্যানন্দ কুণ্ডুর ছেলে সুদর্শন কুণ্ডু ও শান্তি নগর এলাকার আব্দুল করিমের ছেলে আবুল হোসেন।
বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়ক আব্দুল খবির বাংলানিউজকে জানান, ভারতে পাচারের উদ্দেশে আটাপাড়া সীমান্তের চেচড়া এলাকা দিয়ে মোটরসাইকেলে করে দুই হুন্ডি ব্যবসায়ী যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আটাপাড়া বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে।
পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে সাড়ে ১৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটি জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরে তারা হুন্ডি ব্যবসা করে আসছিলেন বলেও জানান ব্যাটালিয়নের অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমজেড