গোপালগঞ্জ: গোপালগঞ্জে সংঘর্ষের সময় আহত অবস্থায় ঝাঁপ দেওয়ার দুই দিন পর মধুমতি নদী থেকে মনির বিশ্বাস (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় আহত অবস্থায় নদীতে ঝাঁপ দেন তিনি।
গোপালগঞ্জ সদর উপজেলার চর সরসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলার নলিয়ারচর গ্রামে। তার বাবার নাম শহিদ বিশ্বাস। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
দুই দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ব্যাপক তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পায়নি। পরে মঙ্গলবার সকালে (২৩ ফেব্রুয়ারি) এলাকাবাসী নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। গোপালগঞ্জ থানা পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
জানা গেছে, চর সরসপুর গ্রামের খেয়াঘাট এলাকায় একটি দোকান ঘরের মালিকানা নিয়ে আরোজ শেখ ও তার ভগ্নিপতি খোকা শেখের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গত রোববার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আরোজ শেখের আত্মীয় মনির বিশ্বাস মারপিটের একপর্যায়ে নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএ