লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সিএনজি চালিত ১৫টি আটোরিকশা পুড়ে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ও স্থানীয় লোকজন জানায়, চরচামিতা বাজারে মমিন উল্যার সিএনজির গ্যারেজে হঠ্যাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে। তৎক্ষণে ওই গ্যারেজে থাকা ১৫টি অটোরিকশা পুড়ে যায়। এতে প্রায় ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মোনায়েম হোসেন জানান, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএ