বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কাতোম গ্রামের আয়েত আলী প্রামাণিকের ছেলে আকরাম হোসেন (২৮) ও দামপাড়ার আনিছুর রহমানের ছেলে মুক্তার হোসেন (২৬)।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন্দীগ্রাম ও নাটেরের সিংড়া থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমবিএইচ/জেডএস