ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
না.গঞ্জে রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: শহরের জামতলায় মেলা সুপার শপ অ্যান্ড ক্যাফেতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ড্রিংকস, পানির অতিরিক্ত মূল্য, রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভিতরে মাছি থাকায় রেস্টুরেন্ট মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।



আব্দুল্লাহ আল জাকি জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও ভিতরে মাছি থাকায় রেস্টুরেন্টটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ড্রিংকস জব্দ করে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।