ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পরিত্যক্ত অবস্থায় তাজা ককটেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সিলেটে পরিত্যক্ত অবস্থায় তাজা ককটেল উদ্ধার ফাইল ফটো

সিলেট: সিলেটে পরিত্যক্ত অবস্থায় ৮টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নগরীর শিবগঞ্জ ফরহাদখাঁ সেতু সংলগ্ন এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।



স্থানীয়রা জানান, এক টোকাই শিশু কাগজ কুড়াতে গিয়ে ককটেলগুলো দেখতে পায়। এসময় বিষয়টি আশেপাশের লোকজন মহানগরীর শাহপরান থানায় জানালে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে।

সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, নাশকতার জন্য দুর্বৃত্তরা ককটেলগুলো লুকিয়ে রেখেছিল। ঘটনাস্থল থেকে ৮টি ককটেল উদ্ধার করা হয়েছে।  

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, জদ্দার কৌটায় তৈরি কুড়িয়ে পাওয়া একটি ককটেল ছুঁড়ে মারলে বিস্ফোরিত হয়ে পথশিশুটি সামান্য আহত হয়।

এছাড়া তাজা আটটি ককটেল সিলেট এমসি কলেজ মাঠে নিয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।     

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।