রাজশাহী: জেলার সদর থানার তেররশিয়া গ্রামের হায়াতের মোড় এলাকা থেকে ৩শ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহীর র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল তাকে আটক করে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫ এর মিডিয়া সেলের এএসপি শ্যামল কুমার চৌধুরী জানান, সোমবার রাত নয়টার দিকে র্যাব রাজশাহী রেলওয়ে কলোনির (সিপিসি-১) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তারা জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার তেররশিয়া গ্রামের হায়াতের মোড় এলাকায় অবস্থান করছে। পরে এএসপি সহিদার রহমানের নেতৃত্বে আনারুল ইসলামকে ৩শ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনারুল দীর্ঘদিন থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএস/এএ