ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৩ মাদক ব্যবসায়ী কারাগারে

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
বগুড়ায় ৩ মাদক ব্যবসায়ী কারাগারে

বগুড়া: বগুড়ার কাহালুতে ৩ মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তাদেরকে কারাগারে পাঠানো হয়।


 
এরা হলেন- উপজেলার বীরকেদার দক্ষিণপাড়ার মৃত জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), সাঘাটিয়া নয়াপাড়ার বিউটি বেগম (৪০) ও দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া সঞ্চয়পুর এলাকার আছের ফকিরের ছেলে খোকন (৩৫)।
 
কাহালু থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমীন বাংলানিউজকে জানান, সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।
 
আটককৃতদের কাছ থেকে ১৩পিস ইয়াবা ও ৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমবিএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।