ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় ২ জন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
রাজধানীতে পৃথক ঘটনায় ২ জন নিহত

ঢাকা: রাজধানীর আজিমপুরে সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (২৫) নামে এক বেসরকারি চাকরিজীবী ও উত্তরখানে ডোবার পানিতে ডুবে মীম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরে ঘটনা দু’টি ঘটে।



মো. রাসেল টাঙ্গাইলের মজিদপুর এলাকার খোদা বক্সের ছেলে। তিনি সাভার বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন।

তার বন্ধু কবির বাংলানিউজকে জানান, তিনি একটি কাজে রাসেলকে নিয়ে সাভার থেকে ঢাকায় আসেন। দুপুরে কাজ শেষ করে ফেরার পথে আজিমপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় দু’টি বাসের চাপায় গুরুতর আহত হন রাসেল। উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুপুর আড়াইটায় মৃত ঘোষণা করেন।

এদিকে মঙ্গলবার সকালে উত্তরখানের পুরান পাড়া এলাকায় সীমানা প্রাচীরে ঘেরা একটি ডোবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে শিশু মীমের। সে ওই এলাকার আবু সাঈদের বাড়ির ভাড়াটিয়া আবদুস সালামের মেয়ে। তাদের বাড়ি বরিশালের গৌরনদীতে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, সকাল ১১টায় মীমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এজেডএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।