ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় রোগমুক্ত বাগদা চিংড়ি চাষ সংক্রান্ত কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সাতক্ষীরায় রোগমুক্ত বাগদা চিংড়ি চাষ সংক্রান্ত কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় রোগমুক্ত বাগদা চিংড়ির স্টেক হোল্ডারদের সচেতনতা বৃদ্ধি ও পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরতলীর বিনেরপোতার পিটিআরসি হল রুমে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ওয়ার্ল্ড ফিস এ কর্মশালার আয়োজন করে।

 

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল ওদুদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- মৎস্য অধিদপ্তরের পরিচালক এম আই গোলদার, উপ-পরিচালক ড. গোলজার হোসেন, বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার প্রমুখ।

এসময় ঘেরের পরিবেশ সংক্রমণমুক্ত রাখতে বায়োসিকিউরিটি পদ্ধতি অনুসরণ, মৌসুমের শুরু থেকে রোগমুক্ত পোনা মজুদ ও দলগতভাবে রোগমুক্ত পোনা চাষের আহ্বান জানানো হয়।

কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার চিংড়ি চাষি, ব্যবসায়ী ও নার্সারি মালিকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।