চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা নাসরিন বেগম (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মিস্ত্রিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক কলহের জের ধরে ও স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে নাসরিন বেগম আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের দাবি।
নাসরিন তারাপুর মিস্ত্রিপাড়া গ্রামের আফজালের ছেলে মফিজুল হকের পঞ্চম স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মফিজুল দীর্ঘদিন ধরে চোরাচালান ব্যবসায় জড়িত। তিনি পাঁচটি বিয়ে করেছেন। নাসরিন ছাড়াও তার নির্যাতনে আগে এক স্ত্রীর মৃত্যু হয়েছে। দুই স্ত্রী তালাক নিয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে সোমবার নাসরিনকে মারধর করেন স্বামী মফিজুল। রাতে নাসরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি জানাজানি হবার আগেই মঙ্গলবার ভোরে মফিজুল মৃতদেহ রেখে পালিয়ে যায়।
নাসরিনের বাবা বেলাল উদ্দিন অভিযোগ করেন, তার মেয়ের উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন মফিজুল।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম বাংলানিউজকে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর/