চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ছেলে জাহিদের নামে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মা মালেকা খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে পারিবারিক কলহের জের ধরে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছেলে জাহিদ ক্ষিপ্ত হয়ে বাবা নজরুলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।
তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে ছেলে জাহিদের নামে থানায় মামলা দায়ের করেন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনার পর থেকে ঘাতক জাহিদ পলাতক আছেন। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমজেড
** দামুড়হুদায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু