বগুড়া: নাটোরের সিংড়া উপজেলার বনকুড়ইল গ্রামে অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামি ওমেদ আলীকে (৫০) গ্রেফতার করেছে বগুড়ার গাবতলী থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গাবতলী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে অপহরণ ও মানুষ পাচারের অভিযোগে মামলা রয়েছে।
আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে বলেও পুলিশের ওই কর্মকর্তা জানান।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমবিএইচ/এমজেএফ