ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ২৫ লাখ টাকায় ধানের শীষ বিক্রি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সাতক্ষীরায় ২৫ লাখ টাকায় ধানের শীষ বিক্রি! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ স্থানীয় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার বিনিময়ে জামায়াত কর্মীর কাছে মনোনয়ন বিক্রির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মোড়ল এ অভিযোগ করেন।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে সীমাহীন অর্থ বাণিজ্য করেছেন।

এসময় উদাহরণ দিয়ে তিনি বলেন, ইসলামকাটি ইউনিয়নের বারবার নির্বাচিত এবং বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা লোকমান হোসেন ও মাগুরা ইউনিয়নের অধ্যাপক আবু সাইদকে মনোনয়ন বঞ্চিত করে লাখ লাখ টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।

ঠিক একইভাবে আমাকে মনোনয়ন বঞ্চিত করে কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ২০ লাখ ও উপজেলা সভাপতি-সম্পাদক ৫ লাখ টাকা নিয়ে এলাকার চিহ্নিত চোরাকারবারী, জামায়াত কর্মী মুজিবুর রহমানকে ধানের শীষের প্রতীক দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হস্তক্ষেপ কামনা করে তাদের শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।