ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বর্ষবরণে যৌন নিপীড়ন মামলা পুনঃতদন্তের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
বর্ষবরণে যৌন নিপীড়ন মামলা পুনঃতদন্তের নির্দেশ ফাইল ফটো

ঢাকা: পহেলা বৈশাখে বর্ষবরণের উৎসবে নারীদের যৌন নিপীড়নের মামলাটির পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ২৩ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


 
ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দারের আদালত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষের মামলা পুনরুজ্জীবনের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।    

গত বছরের পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বিকেলে টিএসসি এলাকায় কয়েকজন নারী যৌন হয়রানির শিকার হন। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পায়। এ ঘটনায় পরের দিন ১৫ এপ্রিল শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
 
প্রথমে পুলিশ ঘটনাটি এড়াতে চাইলেও বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠনের দাবির মুখে এবং উচ্চ আদালতের নির্দেশে মামলা এবং তদন্তের উদ্যোগ নেয়।

এরপর ১৭ মে ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও থেকে আট নিপীড়কের ছবি পাওয়ার কথা জানান পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেন তিনি।

তবে ঘটনার আট মাস পর গত বছরের ১৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস ঢাকার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বলেন, পুলিশ অপরাধী কাউকে শনাক্ত করতে পারেনি। এর ফলে অমীমাংসিত অবস্থায় আলোচিত এ মামলার পরিসমাপ্তি ঘটে। এ চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মাহমুদা আক্তার।

গত ২৭ জানুয়ারি ওই ঘটনায় জড়িত উল্লেখ করে ঢাকার চকবাজার এলাকা থেকে কামাল নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মামলা চালু না থাকায় তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে দু’দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে জবানবন্দি দেওয়ার জন্য কামালকে আদালতে নেওয়া হলেও তিনি স্বীকারোক্তি দেননি।

কামালকে গ্রেফতারের পর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাশ গত ২১ জানুয়ারি মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন জানান।

এ আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মাহমুদা আক্তার মামলাটি নতুন করে তদন্তের আবেদন জানান। তিনি আদালতকে বলেন, পুলিশকে দিয়ে করালে তদন্ত সঠিক হবে না। এজন্য নতুন কোনো সংস্থাকে (পিবিআই) দিয়ে তদন্ত করাতে হবে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।