পিরোজপুর: কে কোন দলের প্রার্থী তা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। সব প্রার্থীকে সমান দৃষ্টিতে দেখা হবে ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য ইউপি নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আমাদের যা যা প্রয়োজন, তার সবকিছু করা হবে। নির্বাচন যথাযথভাবে সম্পন্ন করতে নিরপেক্ষ মনোভাব বজায় রাখা হবে।
তিনি বলেন, সব প্রার্থী ও সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টদের নির্বাচনী আচরণবিধি মানতে হবে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে পুলিশের পাশাপাশি র্যাব এবং প্রয়োজন হলে বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন করা হবে।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার মো. আরিফুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদ হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিম আলী ও উপজেলা নির্বাহী অফিসাররা।
পর্যবেক্ষন সভা শেষে জাবেদ আলী জেলা সদরে অবস্থিত সার্ভেয়ার স্টেশন পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর/