ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ইউপি নির্বাচন

বরিশালে সাড়ে ১৪ হাজার প্রার্থীর মনোনায়নপত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
বরিশালে সাড়ে ১৪ হাজার প্রার্থীর মনোনায়নপত্র দাখিল

বরিশাল: বরিশাল বিভাগে ৬ জেলার ৪২ উপজেলায় ২৭২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ১৪ হাজার ৪১৮ প্রার্থী মনোনানয়ন পত্র দাখিল করছেন।



যারমধ্যে ১ হাজার ৩৬৩ জন চেয়ারম্যান প্রার্থী স্ব-স্ব এলাকার নির্বাচন অফিসে সোমবার (২২ ফেব্রুয়ারি) তাদের মনোনায়ন দাখিল করছেন।

মোট চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৭৮৩ জন দলীয় ও ৫৮০ স্বতন্ত্রভাবে মনোনায়ন পত্র দাখিল করেছেন।

এছাড়া সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১০ হাজার ১৪৩ ও সংরক্ষিত আসনের সদস্য পদে ২ হাজার ৯১২ মনোনায়ন পত্র দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আঞ্চলিক নির্বাচন অফিস বরিশাল থেকে বিষয়টি বাংলানিউজকে জানানো হয়েছে।

মঙ্গলবার ও বুধবার এসব দাখিলকৃত মনোনায়ন পত্র বাছাই কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।