মানিকগঞ্জ: মানিকগঞ্জে ধর্ষণ মামলায় অখিল চন্দ্র রাজবংশী এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৪ জুন জেলার দৌলতপুর উপজেলায় রাতে বাদীকে আসামি অখিল চন্দ্র রাজবংশী ধর্ষণ করে। ১০জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতে বিচারক এ রায় দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি একেএম নূরুল হুদা রুবেল। আসামি পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল আলিম খান (মনোয়ার)।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএইচ