খুলনা: খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাপ্তাহিক আজকের তথ্যের সম্পাদক এস এম নজরুল ইসলাম সভাপতি, চ্যানেল-২৪ এবং দৈনিক সমকালের ব্যুরো প্রধান মামুন রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জেলা তথ্য কর্মকর্তা মো. জাভেদ ইকবাল জানান, মঙ্গলবার খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের দিন ধার্য ছিলো। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। কমিটির ১৯টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ সম্পাদকসহ ৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মামুন রেজা, সহ সভাপতি (সম্পাদক) এস এম সাহিদ হোসেন, সহকারী সম্পাদক (ঢাকা) এস এম কামাল হোসেন, সদস্য (সম্পাদক) মো. ফরিদ আহমেদ, ড. মো. জাকির হোসেন, কাজী মোতাহার রহমান বাবু, সদস্য (ঢাকা) মল্লিক সুধাংশু, এনামুল হক নবাব ও গৌরাঙ্গ নন্দী।
সভাপতিসহ বাকি ৯ পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়।
এদের মধ্যে সভাপতি পদে এস এম নজরুল ইসলাম, সহ সভাপতি (স্থানীয়) পদে মোজাম্মেল হক হাওলাদার, সহ সভাপতি (ঢাকা) পদে মো. আনিসুজ্জামান, যুগ্ম সম্পাদক (ঢাকা) মো. তরিকুল ইসলাম, সহকারী সম্পাদক (স্থানীয়) অরুণ মন্ডল ও দেবনাথ রনজিত কুমার, সদস্য (স্থানীয়) সোহরাব হোসেন, হাসান আহমেদ মোল্লা ও সৈয়দ আব্দুল মতিন।
৯০ ভোটারের মধ্যে ৮৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। দুপুর ২টায় নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম।
কমিটির অপর দুই সদস্য ছিলেন খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. জাভেদ ইকবাল ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান।
এদিকে খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির নেতারা।
অভিনন্দন বার্তায় নেতারা বলেন, নব নির্বাচিত কমিটির নেতারা অতীতের মত খুলনার উন্নয়ন ও সাংবাদিকদের সব সমস্যা সমাধানে কাজ করে যাবেন। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান ও গণতন্ত্রের ভীত মজবুতে বলিষ্ট ভূমিকা রাখবে। নেতারা নব নির্বাচিত কর্মকর্তাদের সফলতা কামনা করেন।
অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে নবনির্বাচিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপি নেতারা।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমআরএম/জেডএস